Top

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত ২ 

২৫ মার্চ, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত ২ 
মেহেরপুর প্রতিনিধি  :
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল-পাখিভ্যান দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলার কঁড়ুইগাছি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনায় ছামিউল্লাহ (৩৫) ও রকিবুল ইসলাম (৩৩) গুরুতর ভাবে আহত হন।
এলাকাবাসী জানায়, ছামিউল্লাহ ও রকিবুল মোটরসাইকেলযোগে উপজেলার কঁড়ুইগাছি থেকে গোপালনগর আসছিলেন। এসময় কঁড়ুইগাছি ঈদগাহ ময়দানের নিকটবর্তী স্হানে পৌঁছলে একটি পাখিভ্যানের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হন। স্হানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে গাংনী উপজেলা হেল থ্ কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
আহত ছামিউল্লাহ গোপালনগর গ্রামের ঢোপপাড়ার কামাল মোল্লা’র ছেলে এবং রকিবুল একই পাড়ার মিন্নাত আলীর ছেলে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল।
শেয়ার