বিড়ির ওপর শুল্ক বাড়ানোর প্রতিবাদে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিড়ি শ্রমিকরা এই মানবন্ধন করেন।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী বলেন, ‘এবারের বাজেটে প্রতি প্যাকেটে বিড়ির মূল্যস্তর ৪ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে ট্যাক্স বেড়েছে ২৯ শতাংশ । অথচ নিম্নস্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্যস্তর মাত্র ২ টাকা বাড়ানো হয়েছে। বিড়ি শিল্পকে ধ্বংস করার জন্য এ ধরনের ষড়যন্ত্রমূলক শুল্কনীতির বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।’
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘বিড়ি শ্রমিকদের দুর্দশা লাঘবের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বিড়িতে কর কমানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই নির্দেশ উপেক্ষা করে বহুজাতিক কোম্পানির আগ্রাসনে এবারের বাজেটেও বিড়ি শিল্পের ওপর বৈষম্যমূলক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।’
মানববন্ধন শেষে বিড়ি শ্রমিক নেতারা এনবিআর চেয়ারম্যানের কাছে বিড়িতে শুল্ক কমানোসহ ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, যুগ্ম-সম্পাদক হেরিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শমিম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু প্রমুখ।