Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

শিবির সন্দেহে গ্রেপ্তার জবি ডিবেটিং সোসাইটির দপ্তর সম্পাদক প্রার্থী

২৬ মার্চ, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
শিবির সন্দেহে গ্রেপ্তার জবি ডিবেটিং সোসাইটির দপ্তর সম্পাদক প্রার্থী
জবি প্রতিনিধি :

শিবির সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থান পুলিশ। এদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির দপ্তর সম্পাদক প্রার্থী ২০১৮-১৯ বর্ষের (১৪ ব্যাচ) লোক প্রশাসন বিভাগের মো. মেহেদী হাসান (মাহদী) আটক হন। শুক্রবার (২৫ মার্চ) ভোর চারটার দিকে অভিযান চালিয়ে গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।

এসময় বাসায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একাধিক নিষিদ্ধ বই, শিবির সংশ্লিষ্ট কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

জানা যায়, আটককৃত সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলেন, সংগীত বিভাগের আল-মামুন রিপন, ব্যবস্থাপনা বিভাগের মো: ফাহাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌহিদুর রহমান, ইতিহাস বিভাগের ইসরাফিল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইব্রাহিম আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ও ওবাইদুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের আবদুর রহমান (অলি),হিসাববিজ্ঞান বিভাগের রওসন উল ফেরদৌস, বাংলা বিভাগের শ্রাবন ইসলাম রাহাত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌহিদুর রহমান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি জানান, প্রাথমিক ভাবে তারা নিজেরাও শিবিরের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে প্রেরণ করা হয় এবং তাদের ৩ দিনের রিমান্ড চাইলে তা মঞ্জুর করে আদালত।

জবির প্রক্টর অধ্যাপক ড মোস্তফা কামাল বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভিতরের ঘটনা নয় তাই উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ দিয়ে তারা তাদের অভিযোগ মোকাবেলা করবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর মোঃ মেফ্তাহুল হাসান বলেন, আমি খবরটি মাত্র জানলাম। এই বিষয়টি আমার জানা নেই আসলে। আমি জেনে তারপর সিদ্ধান্ত জানাতে পারবো।

জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির এক প্রার্থী বলেন, অনেক আগে থেকেই স্বাধীনতা বিরোধী একটি শক্তি সোসাইটির নেতৃত্বে আসার জন্য উঠে পড়ে লেগেছে। এটা তারই একটা নষ্ট দৃষ্টান্ত।
আরো কয়েকজনকে আমরা আগে থেকেই সন্দেহ করেছিলাম। প্রশাসন খোজ করলেই একে একে অনেকেই বেড়িয়ে আসবে।

 

শেয়ার