Top
সর্বশেষ
নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার চিঠি গ্রহণ করেছে নয়াদিল্লি কমোডিটি ডেরিভেটিভসের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: বিএসইসি অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদ অবরুদ্ধ দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহুর হাজিরা হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ আমদানি-রপ্তানি: নিষিদ্ধ ‘শেল ব্যাংকের’ সাথে যমুনা ব্যাংকের ৩২ লাখ ডলারের লেনদেন ব্রাজিলে প্লেন বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

দেশের পতাকা বিশ্ব পরিভ্রমণ করাবে ফ্ল্যাগস ফর ফ্রেন্ডশিপ

২৭ মার্চ, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ
দেশের পতাকা বিশ্ব পরিভ্রমণ করাবে ফ্ল্যাগস ফর ফ্রেন্ডশিপ

বিশ্বের বন্দর থেকে বন্দরে পরিভ্রমণ করবে লল-সবুজের পতাকা। সঙ্গে থাকবে অন্য দেশের পতাকাও। এর মধ্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব উদযাপন করা হবে। মাতৃভূমিকে বৈশ্বিকভাবে তুলে ধরাসহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতেই এ কর্মসূচি নিয়ে ফ্ল্যাগস ফর ফ্রেন্ডশিপ নামের একটি সংগঠন।

কর্মসূচি বাস্তবায়নে উদ্ভাবক ও পরিকল্পক হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটি সার্বিক সমন্বয় করবে। দ্বিপাক্ষিক কমিটিগুলো অনুমোদন ও কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনাও দেবে।

বাংলাদেশে সংশ্লিষ্ট জয়েন্ট চেম্বার, সেদেশের দুতাবাস, দ্বিপাক্ষিক সংগঠন, বাংলাদেশে কর্মরত সেদেশের বাণিজ্যিক, অবাণিজ্যিক ও উন্নয়ন সংস্থাগুলোর নেতারা এবং প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ফ্লাগস ফর ফ্রেন্ডশিপ দ্বিপাক্ষিক কমিটি দ্বিপাক্ষিক কর্মসূচি আয়োজন করবে।

শনিবার (২৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে কর্মসূচির প্রাথমিক ঘোষণা দিয়ে ফ্ল্যাগস ফর ফ্রেন্ডশিপ এর আহ্বায়ক শাহাব উদ্দিন খান বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বা গুরুত্বপূর্ণ বন্দর থেকে অনুষ্ঠানিকভাবে জাহাজে চড়বে বাংলাদেশ ও সংশ্লিষ্ট বন্ধু দেশের পতাকা। সাগর মহাসাগরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে সেই পতাকা। বাংলাদেশের বন্দরে বিশেষ অনুষ্ঠানে পতাকার প্রতি সম্মান জানানো হবে। প্রিয় মাতৃভূমির সম্মানে আয়োজন হচ্ছে এ বিশ্ব কর্মসূচি।

সংগঠনটির কো-কনভেনর কাজী আজিজুল ইসলাম বলেন, পতাকা পরিভ্রমণ কর্মসূচির সব তথ্য আপডেট ও কন্টেন্টস নিয়মিত পোস্ট এবং লাইভ হবে www.flagsforfreindship.com ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের পেশাদার টিভি চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন সংবাদপত্র এবং বিদেশে বাংলাদেশিদের পরিচালিত সংবাদমাধ্যমগুলোও ফ্ল্যাগস ফর ফ্রেন্ডাশিপ মিডিয়া পার্টনার হিসেবে নিয়মিত কর্মসূচির সংবাদ প্রচার করবে।

এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দুতাবাস, বিদেশি কোম্পানি ও উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে কমিটির সদস্যসচিব প্রফেসর আকবর আল হাকিম, কার্যকরী সদস্য সৈয়দ এম রহমান, এনায়েতউদ্দিন মো. কায়সার খান, সৈয়দ ইসতিয়াক হায়দার, নাইম ইমরান ও শাহিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার