বরিশাল নদীবন্দরের লঞ্চঘাটে প্রবেশের টিকিট ব্ল্যাকের চিত্র দেখে প্রতিবাদ করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে কান ধরে উঠবস ও মারধরের অভিযোগ উঠেছে কাউন্টার স্টাফদের বিরুদ্ধে।
শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টায় বরিশাল নদীবন্দরের লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষার্থী রায়হান মাহমুদ জানান, এক সহপাঠীকে বিদায় দিতে বরিশাল নদীবন্দরে রাত ৮টার সময় আসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষার্থী আশিক, রাকিব এবং ব্যবস্থাপনা বিভাগের ইমরান। এ সময় ঢাকায় যিনি যাবেন, তার প্রবেশ টিকিট কাটা হয় এবং বাকি শিক্ষার্থীরা টিকিট করতে না চাইলে তাদের সঙ্গে কাউন্টারে থাকা শুল্ক প্রহরী মাইনুলসহ চারজনের বাগবিতণ্ডা হয়।
তিনি আরও জানান, এক পর্যায়ে শিক্ষার্থীরা কাউন্টারের সামনে দাঁড়িয়ে টিকিট না ছিঁড়ে তা পকেটে ঢুকাতে দেখেন কাউন্টার স্টাফদের। বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ প্রতিবাদ করলে ওই তিন শিক্ষার্থীকে মারধর করতে করতে বন্দর ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয় এবং একটি কক্ষে আটকে রেখে তাদের কান ধরে উঠবস করানো হয়।
এছাড়া শিক্ষার্থীদের দেশীয় অস্ত্র দেখিয়ে পা ধরে মাফ চাইতেও বাধ্য করা হয়।
এদিকে এ ঘটনার বিষয় নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গ্রুপে পোস্ট দিলে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করতে রাত ১০টায় নদীবন্দরে পৌঁছালে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা বিচারের দাবিতে বিক্ষোভ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশংকায় ঘটনার কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।
এ সময় তিনি শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ওই কর্মচারীকে সামনে এনে ক্ষমা চাওয়ান এবং ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বন্দর কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন।
এ বিষয়ে বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। পরে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করা এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ে প্রক্টর মহোদয় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন।