Top
সর্বশেষ

সিএনজি ভাড়া নিয়ে শাবিপ্রবির দুই শিক্ষার্থীকে স্থানীয়দের মারধর

২৯ মার্চ, ২০২২ ১১:১০ পূর্বাহ্ণ
সিএনজি ভাড়া নিয়ে শাবিপ্রবির দুই শিক্ষার্থীকে স্থানীয়দের মারধর
শাবি প্রতিনিধি :

সিএনজিচালিত অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী। তারা হলেন-বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম তামিম ও বেনজির আহমদ।

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সুবিদবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বিশ্ববিদ্যালয়ের মূলফটকের সামনে আসেন আমিনুল ইসলাম তামিম, বেনজির আহমদ ও তাদের এক নারী সহপাঠী। এসময় সিএনজিচালককে নির্ধারিত ভাড়া দিতে চাইলে সে অসন্তুষ্ট হন। এ নিয়ে তর্কের একপর্যায়ে চালকের সঙ্গে দুই শিক্ষার্থীর হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়া ঘাট এলাকার কুতুব মিয়া ঘটনাস্থলে এসে মারামারি থামিয়ে অটোরিকশাচালকের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে যান। একপর্যায়ে সেখানে থাকা এলাকার মঈন আহমেদ, নাহিদ হাসানসহ আরও ১০ থেকে ১২ জন যুবক লোহার পাইপ নিয়ে শিক্ষার্থীদের মারধর করে। এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় এলাকার লোকজন জড়ো হলে পালিয়ে যায় হামলাকারীরা।

এ বিষয়ে কুতুব মিয়া বলেন, কয়েকজন ভুল বুঝে ঝামেলায় জড়িয়ে ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে ঝামেলা মিটমাট করে দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, সিএনজিচালিত অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে করে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ঝামেলা হয়েছিল। এলাকার গণ্যমান্য কয়েকজনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমঝোতা করে দেওয়া হয়েছে।

শেয়ার