Top
সর্বশেষ

মৌসুমের শুরুতেই তরমুজের বাজারে আগুন

২৯ মার্চ, ২০২২ ৬:০০ অপরাহ্ণ
মৌসুমের শুরুতেই তরমুজের বাজারে আগুন
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চৈত্রের খররোদ্রে তৃষ্ণা মেটায় মৌসুমী রসালো ফল। তরমুজ ফলটি রসালো ফলের মধ্যে একটি। মৌসুমের শুরুতেই হাজীগঞ্জ বাজারে তরমুজ ফলের বাজারজাত শুরু হয়েছে। তবে তরমুজের বাজারে শুরুতেই আগুন। আগুনের মতো দাউ দাউ করে বাড়ছে তরমুজের দাম।

মঙ্গলবার হাজীগঞ্জ বাজারের তরমুজের আড়ৎ গুলোতে ঘুরে দেখা যায় অন্যান্য বছরের তুলনায় এবছর অধিক হারে বেড়েছে তরমুজের দাম। প্রতি পিচ তরমুজ পাইকারি বিক্রয় করা হচ্ছে ৩’শ ৫০ টাকা থেকে শুরু করে ৪’শ টাকা, ৫শ টাকা দামে।

হাজীগঞ্জের বাজারগুলোতে ভরপুর পাওয়া যাচ্ছে রসালো মৌসুমী ফল তরমুজ। তবে মৌসুমের শুরুতেই বেশ চড়া দামে বিক্রয় করা হচ্ছে তরমুজ।

হাজীগঞ্জের খুচরা ব্যবসায়ীরা বলছে, তরমুজের চড়া দাম হওয়ায় তিন চারদিন বাজার ঘুরেও কিনতে পারছেনা তরমুজ। বাজারে এখন ভালো মানের তরমুজ আসছে। এই তরমুজ পাকা হওয়ায় বেশি মিষ্টি ও লাল। তবে পাইকারিতে দাম বেশি হওয়ার কারণে খুচরা বিক্রিতেও দাম বেশি।

তবে আড়ৎদাররা বলছে অন্যান্য জায়গার তুলনায় হাজীগঞ্জে কম দামে বিক্রয় করা হচ্ছে তরমুজ। তবে হাজীগঞ্জে রপ্তানি-আমদানি বেশি হওয়ায় দামটাও একটু বেশি।

শেয়ার