Top
সর্বশেষ

চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা

২৯ মার্চ, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শয্যার তুলনায় ১৫ গুণেরও বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। রাতে ও দিনে প্রচুর ভর্তি হচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগী, এর মধ্যে অধিকাংশই শিশু।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে সরেজমিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডের অবস্থা করুণ। এ ওয়ার্ডে বেড সংখ্যা মাত্র ৬টি। কিন্তু রোগী ভর্তি আছে ৭০ জন। বেড পাওয়া তো দূরের কথা এ ওয়ার্ডের মেঝেতেও কোনো ঠাঁই হচ্ছে না। বাধ্য হয়ে ডায়রিয়া আক্রান্ত রোগীরা বারান্দায় ঠাঁই নিয়েছেন। এখানে যার যার মতো বিছানা পেতে কোনোরকম জায়গা করে বসেছেন।

সদর হাসপাতালের কয়েকটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নার্স জানান, ‘আমাদের এ ওয়ার্ডে বেডের সংখ্যা খুবই কম। কিন্তু বেডের চেয়ে ১০-১৫ গুণ রোগী ভর্তি আছে। এক-দুজন নার্স দিয়ে এসব সামলানো খুবই জটিল। তারপরও আমরা চিকিৎসাসেবা দিয়ে চলেছি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন সাংবাদিকদের জানান, ‘হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ সামাল দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। এটা ভাইরাসজনিত ডায়রিয়া। আমরা নিয়মিত চিকিৎসা দিচ্ছি। অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার নতুন করে অনেকেই ভর্তি হচ্ছেন। গত দু’দিনে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ অতিরিক্ত লক্ষ করছি। ভর্তি রোগীর সংখ্যাই সত্তর আশির ওপরে। আর বহির্বিভাগ থেকেও অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন।’

চুয়াডাঙ্গার সাস্থ বিভাগ বলেছে, ‘প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরকারিভাবেই সরবরাহ করা হচ্ছে। এখন পর্যন্ত ওষুধের কোনো ঘাটতি হয়নি।’

শেয়ার