Top
সর্বশেষ

খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেটে চ্যাম্পিয়ন এমসিজে ডিসিপ্লিন

২৯ মার্চ, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেটে চ্যাম্পিয়ন এমসিজে ডিসিপ্লিন
খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিন। আজ ২৯ মার্চ মঙ্গলবার বেলা ১২টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ১৭ রানে পরিসংখ্যান ডিসিপ্লিনকে পরাজিত করে।

টস জিতে প্রথমে এমসিজে ডিসিপ্লিনকে ব্যাটিংয়ে পাঠায় পরিসংখ্যান ডিসিপ্লিন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে এমসিজে। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে গুটিয়ে যায় পরিসংখ্যান ডিসিপ্লিনের ইনিংস। এবারের টুর্নামেন্টে সবগুলো ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।

খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন এমসিজে’র অলরাউন্ডার মোঃ আশরাফুল (১৪ রান ও ৩ উইকেট)। দারুণ পারফরমেন্সের কারণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন এমসিজে’র অধিনায়ক সাদমান সাকিব। টুর্নামেন্টের ৫ ম্যাচে ১৭৯ রান করে সর্বোচ্চ রানের পুরস্কার পান পরিসংখ্যান ডিসিপ্লিনের বেলাল হোসেন বিপ্লব ও ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পান এমসিজে’র শেখ রাসেল। দলগতভাবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড লাভ করে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিন।

ফাইনাল খেলা শেষে বিকাল সাড়ে ৪টায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি দু’দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন। এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীরা। দুই বছর করোনা মহামারির পরে পরপর দুটি সফল টুর্নামেন্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রাণ ফিরেছে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতা অর্জনে খেলাধুলায় অংশগ্রহণের প্রয়োজন রয়েছে। এই দুই কাজে ব্যস্ত থাকলে শিক্ষার্থীরা বিপথগামী হবে না।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার