নওগাঁর সাপাহারে গ্লোবাল এঅচ সার্টিফিকেশনের মাধ্যমে আম উৎপাদন ও রপ্তানি বিষয়ে ৪০জন কৃষক এবং ফার্মে নিয়োজিত শ্রমিকদের নিয়ে ২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ হল রুমে বাংলাদেশ ফ্রটস্, ভেজিটেবলস্ এন্ড এলাইড প্রোডাক্টস্ এক্সপোটাার্স এসোসিয়েশন এর আয়োজনে এবং এগ্রো প্রডাক্টস’ বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্যমন্ত্রণালয় ঢাকা এর সহযোগিতায় ও সাপাহার উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহায়তায়আম উৎপাদন ও রপ্তানি প্রশিক্ষণ বিষয়ে কৃষকদের সব ধরনের সমস্যা সমাধানে বিভিন্ন কৌশল ও পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোসা: শাপলা খাতুন, কৃষিসম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, মো: মনজুরুল ইসলাম উপদেষ্টা বাংলাদেশ ফ্রটস্, ভেজিটেবলস্ এন্ড এলাইড প্রোডাক্টস্ এক্সপোটাার্স এসোসিয়েশন (ইঋঠঅচঊঅ), ড. রফিক সরকার ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ ফ্রটস্,ভেজিটেবলস্ এন্ড এলাইড প্রোডাক্টস্ এক্সপোটাার্স এসোসিয়েশন , কাজী অনিসুর রহমান সহকারী নির্বাহী কর্মকর্তা এগ্রো প্রডাক্টস’ বিজনেস প্রমোশন কাউন্সিল, উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম, বাংলাদেশ ফ্রটস্, ভেজিটেবলস্ এন্ড এলাইড প্রোডাক্টস্ এক্সপোটাার্স এসোসিয়েশন ফিল্ড অফিসার মিঠুন বিশ্বাস প্রমূখ।