Top

বিশ্বকাপ থেকে ছিটকে গেলো নাইজেরিয়া

৩০ মার্চ, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
বিশ্বকাপ থেকে ছিটকে গেলো নাইজেরিয়া
স্পোর্টস ডেস্ক :

২০২২ কাতার বিশ্বকাপে দেখা যাবে না নাইজেরিয়াকে। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ঘানার সঙ্গে ১-১ গোলে ড্র করে অ্যাওয়ে গোলের মারপ্যাঁচে কাতার বিশ্বকাপে নাম তুলতে পারেনি নাইজেরিয়া। আগের লেগে ঘানার মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা। আসন্ন বিশ্বকাপে নাইজেরিয়াকে দর্শক বানিয়ে কাতারের টিকিট নিশ্চিত করেছে ঘানা

গত ২৬ মার্চ ঘানায় গোলশূন্য ড্র করে ফেরে নাইজেরিয়া। ফিরতি লেগে ঘরের মাঠের চাপটা ঠিকঠাক নিতে পারেনি তারা। ম্যাচের প্রথম ১০ মিনিটেই গোল হজম করে বসে। থমাস পার্তে দুর্দান্ত এক গোল করে এগিয়ে নেন ঘানাকে। যদিও গোল শোধ করতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ম্যাচের ২২তম মিনিটে উইলিয়াম ট্রুস্ট একং গোল করে সমতায় ফেরান নাইজেরিয়াকে।

বিশ্বকাপের টিকিট পেতে এ ম্যাচটি যেকোনো মূল্যেই জিততে হত নাইজেরিয়াকে। ড্র করলেই অ্যাওয়ে গোলের সুবিধায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো ঘানার। সেই পথে হেঁটেই সফল তারা। এতে নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলা যোগ্যতা অর্জন করল ঘানা। এর আগে রাশিয়া বিশ্বকাপে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ঘানাকে।

এদিকে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের পর এবার কাতার বিশ্বকাপে দেখা যাবে না নাইজেরিয়াকে। ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে আফ্রিকান সুপার ইগলস পড়েছিল আর্জেন্টিনার গ্রুপে। প্রতিবারই অবশ্য পরাজয় বরণ করতে হয় তাদের।

 

শেয়ার