জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে নিত্যপণ্যের সরবরাহ যথেষ্ট আছে, উৎপাদন ভালো। তারপরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজার সিন্ডিকেটের চক্রান্ত ও কারসাজি। সুতরাং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে জনগণের দুঃখ-কষ্ট দূর করতে হবে। এর কোনো বিকল্প নেই। জঙ্গি দমনের মতো বাজার সিন্ডিকেটকে দমন করতে হবে।
আমরা যেভাবে জঙ্গি দমন করেছি, ঠিক সেইভাবে বাজার সিন্ডিকেটকে দমন ও ধ্বংস করে ফেলতে হবে। এরা সরকারের ভাবমূর্তি নষ্ট করে এবং জনগণের পেটে লাথি মারে। এরা জনগণের পকেট কেটে লুট করছে।
বুধবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।