Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

জঙ্গি দমনের মতো বাজার সিন্ডিকেটকে দমন করতে হবে :হাসানুল হক ইনু

৩০ মার্চ, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
জঙ্গি দমনের মতো বাজার সিন্ডিকেটকে দমন করতে হবে :হাসানুল হক ইনু
কুমিল্লা প্রতিনিধি :

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে নিত্যপণ্যের সরবরাহ যথেষ্ট আছে, উৎপাদন ভালো। তারপরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজার সিন্ডিকেটের চক্রান্ত ও কারসাজি। সুতরাং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে জনগণের দুঃখ-কষ্ট দূর করতে হবে। এর কোনো বিকল্প নেই। জঙ্গি দমনের মতো বাজার সিন্ডিকেটকে দমন করতে হবে।

আমরা যেভাবে জঙ্গি দমন করেছি, ঠিক সেইভাবে বাজার সিন্ডিকেটকে দমন ও ধ্বংস করে ফেলতে হবে। এরা সরকারের ভাবমূর্তি নষ্ট করে এবং জনগণের পেটে লাথি মারে। এরা জনগণের পকেট কেটে লুট করছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

 

শেয়ার