বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা মাস্টারকার্ড বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২২ আজ থেকে শুরু হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনের এ মেলা চলবে ১ এপ্রিল পর্যন্ত।
এই মেলা আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। ১০ম বারের মত অনুষ্ঠিতব্য এই মেলা জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের সকল উদ্যেগ গ্রহণ করা হয়েছে। মেলায় ৮টি প্যাভিলিয়নসহ ৮০টি স্টল থাকছে। এই মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, এফ.বি.সি.সি.আই এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।
তিনদিনের এই মেলায় জাতীয় পর্যটন সংস্থা, দেশি ও বিদেশী ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্টস, ট্যুরিজম অথরিটি, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্টস, এমিউজমেন্ট পার্ক, ট্রান্সপোর্ট কোম্পানীসহ আরো অনেকে অংশগ্রহণ করবে। করোনার কারনে এ বছর বিদেশীদের অংশগ্রহণ সীমিত পর্যায়ে থাকবে। তবুও ভারত, মালদ্বীপ ও শ্রীলংকার ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টসরা অংশগ্রহণ করছে। এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন মেলায় অংশগ্রহণ করছে।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত ১০ম মাস্টারকার্ড বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২২ উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্ধোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আলি কদর, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মাদ আলি মিয়া, মেলার টাইটেল স্পন্সর মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং টোয়াবের পরিচালক (মেলা ও বাণিজ্য) মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ, বাংলাদেশ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যটন সংগঠনের নেতৃবৃন্দ মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্ণিং বডির সদস্য মোঃ রাফেউজ্জামান। উদ্ভোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানগণ, টোয়াবের প্রথম সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালকগণ, উপদেষ্টাগণ, টোয়াবের সদস্যবৃন্দ, টোয়াবের সচিব ও অন্যান্য বিশিস্ট অতিথিবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ বারের মেলায় থাকছে B2B সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন, প্রেস কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অনেক আয়োজন। মেলায় বিভিন্ন ট্যুর প্যাকেজের উপর আকর্ষণীয় অফার ও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। মেলার সমাপনী দিবসে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে ’Mujib’s Bangladesh Night’। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও টোয়াবের প্রেজেন্টেশন থাকবে। অনুষ্ঠান শেষে পরবর্তী মেলার তারিখ ঘোষণা করা হবে। মেলায় একটি অস্থায়ী সচিবালয় থাকছে। যেখান থেকে মেলার সার্বিক কার্যক্রম মনিটরিং করা হবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা তবে ছাত্র-ছাত্রীরা আইডি কার্ড প্রদর্শন করে মেলায় ফ্রি প্রবেশ করতে পারবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, টোয়াব বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় সংগঠন এবং বিটিটিএফ বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পর্যটন মেলা। টোয়াব আশা প্রকাশ করে যে, করোনা মহামারীর কারনে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য ১০ম মাস্টারকার্ড বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২২ ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। করোনা মহামারীর পর এই মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প আবার ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।