Top
সর্বশেষ

সাবেক প্রেমিকার জন্মদিনে বর্তমান প্রেমিকা নিয়ে হাজির রণবীর

০৭ জানুয়ারি, ২০২১ ১০:২৪ পূর্বাহ্ণ
সাবেক প্রেমিকার জন্মদিনে বর্তমান প্রেমিকা নিয়ে হাজির রণবীর

একসময় যার জন্মদিনে মোমবাতি নিভিয়ে কেক কাটতেন, সে এখন অন্যের ঘরনি। ভাগ্য পরিহাসে সেই সাবেক প্রেমিকার জন্মদিনেই এবার যেতে হলো শুধুই বন্ধু হিসেবে। এমনটাই ঘটেছে বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে।

গত ৫ জানুয়ারি ছিল বলিউডের আরেক নায়িকা দীপিকা পাড়ুকোনের জন্মদিন। করোনার চোখ রাঙানি উপেক্ষা করেই স্বাস্থ্যবিধি মেনে তিনি আয়োজন করেছিলেন ঘরোয়া পার্টির। সেখানেই নিজের সাবেক প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন রণবীর। সঙ্গে নিয়ে এসেছিলেন হবু স্ত্রী আলিয়া ভাটকে।

দীপিকা পা রেখেছেন ৩৫ বছরে। তবে যে কোনো কিশোরীদের এখনও টেক্কা দিতে পারবেন অনায়াসেই। দীপিকায় মুদ্ধ বিশ্বের কোটি কোটি দর্শক।

দীপিকার জন্মদিনে উপস্থিত ছিলেন তার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রাক্তন হলেও দীপিকা-রণবীরের সম্পর্কটা বেশ জমজমাট। আর আলিয়া-দীপিকাও দারুণ বন্ধুত্ব জমিয়ে তুলেছেন সম্প্রতি।

এ ছাড়া অনুষ্ঠানে হাজির ছিলেন করণ জোহর, অনন্যা পাণ্ডে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, ইশান খট্টরসহ আরও অনেকে।

শেয়ার