নেত্রকোণার দূর্গাপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায়, মুদি দোকানে ডাকাতির সময় বাঁধা দিলে ব্যবসায়ীর মাথায় কাঠ দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
এ ঘটনার সময়ে ওই ব্যবসায়ীর দোকানের ক্যাশ বাক্সে থাকা ১০ লাখ টাকা টাকা ছিনিয়ে নেয় দুর্র্র্বৃত্তরা । ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত মাসুদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার ( ৩০ মার্চ ) সিআইডি’র সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তাধর।
নিহত হেকমত আলী নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার মধ্যমবাগান গ্রামের মৃত মেহের আলীর ছেলে। তিনি ওই এলাকার একজন তেল ও মুদি ব্যবসায়ী ছিলেন।
সংবাদ সম্মেলনে মুক্তাধর বলেন, নেত্রকোনার দুর্গাপুর থানার দুর্গাপুর ইউনিয়নের “হাবিব ভ্যারাইটিজ স্টোর” নামের একটি মুদি ও জ্বালানী তেলের দোকানে ২০ মার্চ রাত ১০ টা থেকে রাত পৌনে দুইটার সময়ে মাসুদ মিয়া তার সহযোগীদের নিয়ে ডাকাতি করতে যায়। তখন ওই দোকানের মালিক হেকমত আলী তাদেরকে বাঁধা দিলে তারা হেকমত আলীর মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে।
ঘটনার পরের দিন নিহত হেকমতের ছেলে মাহাবুব আলম অভিযুক্ত মাসুদ মিয়ার নামে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাহা দুর্গাপুর থানার মামলা নম্বর- ১৮; ধারা- ১৮৬০ সনের পেনাল কোড আইনের ৩৯৪/৩০২ ধারা।
সিআইডি জানায়, এই ঘটনার পরে বিভিন্ন তদন্ত সংস্থার পাশাপাশি সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের সার্বিক দিক নির্দেশনায় সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই বাছাই করে ঘটনার সাথে মাসুদ মিয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। তখন সিআইডির এলআইসির একটি চৌকস দল তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়।এবং সিআইডির অভিযানে জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ মিয়ার বরাত দিয়ে সিআইডির সংবাদ সম্মেলনে বলা হয়, তিনি পেশায় একজন ড্রাম ট্রাকের চালক। দৈনিক দেড় হাজার টাকা হাজিরায় সপ্তাহে তিন দিন ট্রাক চালিয়ে প্রায় সাড়ে চার হাজার টাকা করে মাসিক ১৮ হাজার টাকা আয় করতেন। হঠাৎ অজ্ঞাত কারণে তার চাকরি চলে যাওয়ায় সম্পূর্ন বেকার হয়ে যাওয়ায় তিনি “হাবিব ভ্যারাইটিজ স্টোর” নামের মুদি ও জ্বালানী তেলের দোকানের মালিক হেকমত আলী সহ বেশ কয়েকজনের কাছ থেকে তিনি বাকিতে কেনাকাটা করে ঋণগ্রস্থ হয়ে পড়েন।
সংবাদ সম্মেলনে মুক্তাধর বলেন, পাওনা টাকা পরিশোধের জন্য বিভিন্ন মানুষের সামনে হেকমত আলী মাসুদ মিয়াকে চাপ দিলে, তিনি অপমানিতবোধ করেন এবং প্রতিশোধ নেয়ার জন্য তার সাথে লোকজনসহ ওই দোকানে দস্যুতারবৃত্তির মাধ্যমে নগদ টাকা নেয়ার জন্য পরিকল্পনা করে। তখন ব্যবসায়ী হেকমত আলী তাদের চিনে ফেললে ও কাজে বাধা দিলে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়া হয়।
সংবাদ সম্মেলনে সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ বলেন, পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী ২০ মার্চ রাতে মাসুদ মিয়া তার সাথীদের নিয়ে হেকমত আলীর দোকানে যেয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে মারপিট করতে থাকে। এক পর্যায়ে হেকমত মিয়া তাদের চিনে তাদের নাম ধরে ডাক দেয় এবং এই ঘটনা এলাকার সবাইকে বলে দেবে বলে। তখন মাসুদ মিয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মাথা কাঠের ডাসা দিয়ে আঘাত করলে, তিনি গুরুতর আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। ওই সময়ে ওই দোকানে তেল নেওয়ার জন্য অন্যান্য লোকজন আসলে মাসুদ মিয়া তার সাথে থাকা লোকজনসহ দোকানের ক্যাশ বাক্সে থাকা তেল বিক্রির নগদ ১০ লাখ টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়।
গ্রেপ্তারকৃত মাসুদ মিয়া নেত্রকোণাজার্নালিস্ট জেলার দুর্গাপুর থানার মধ্যমবাগান গ্রামের জালাল উদ্দিনের ছেলে।