Top

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

০২ এপ্রিল, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সদরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টায় সদর উপজেলার কুমুল্লী নামদার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের আইসি মো. সাইফুল ইসলাম ।
তিনি জানান, দ্রুতগামী একপ্রেস পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার সময় ওই ট্রেনের নিচে অজ্ঞাত এক যুবক আত্মহত্যা করে।
খবর পেয়ে লাশটি টাঙ্গাইল স্টেশনে আনা হয়েছে। লাশটি ঢাকায় পাঠানো হবে। লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শেয়ার