Top
সর্বশেষ

মাগুরায় ভলিবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

০২ এপ্রিল, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
মাগুরায় ভলিবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
আরজু সিদ্দিকী, মাগুরা :

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল জনপ্রিয় ভলিবল এই প্রতিপাদ্য কে সামনে রেখে স্বর্গীয় বিহারী লাল শিকদার ৮ দলিয় ভলিবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা গতকাল বিকালে মাগুরা জেলার শালিখা উপজেলার থৈপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সংসদ সদস্য ড. বীরেন শিকদার এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

থৈপাড়া-মানিক নগর নূরপুর গ্রামবাসীর আয়োজনে বিহারী লাল শিকদার ৮ দলিয় ভলিবল টুর্নামেন্টে বিভিন্ন জেলার মোট ৮ টি দল এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় বামনাইল ভলিবল একাদশ ঝিনাইদাহ-স্মৃতিমুমু ভলিবল একাদশ মাগুরা কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

আওয়ামী লীগ নেতা বিমলেন্দু শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শ্যামল কুমার দে ও স্থানীয় নেতৃবৃন্দ। ভলিবল খেলা এলাকার ক্রীড়ামোদীগণ উপভোগ করে।

শেয়ার