Top
সর্বশেষ

পোস্টার লাগানোর সময় চবিতে ২ শিবির কর্মী আটক

০৩ এপ্রিল, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ
পোস্টার লাগানোর সময় চবিতে ২ শিবির কর্মী আটক
চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট এলাকায় শনিবার রাত তিনটার দিকে’ মাহে রমজানের ডাক’ শিরোনামের পোস্টার লাগানোর সময় দুুই শিবির কর্মীকে আটক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা।

আটক দুই শিবির কর্মী হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রুহুল আমিন ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম জানান, ‘দুজনকে থানা হাজতে রাখা হয়েছে। তদন্তসাপেক্ষে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

জানা যায়, ৮ থেকে ১০ জন ছেলে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এলাকায় শিবিরের পোস্টার লাগাচ্ছিল। এসময় ছাত্রলীগের দুই কর্মী নাস্তা করতে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে অন্য ছাত্রলীগ নেতাকর্মীদের খবর দেয়। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ।

শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘দেশব্যাপি জামাত শিবিরের কর্মীরা সামনে নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলা ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে কর্মকাণ্ড চালাচ্ছে। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহেরি ও জামাত শিবির মাথাচাড়া দিয়ে ওঠেছে। আমরা এদের ব্যাপারে জিরো টল্যারেন্স নীতিতে আছি। তাদের এক বিন্দু ও ছাড় দেওয়া হবে না।’

শেয়ার