Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

আবারো ফিরছে বর্ষবরণ

০৩ এপ্রিল, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
আবারো ফিরছে বর্ষবরণ
বিনোদন ডেস্ক :

করোনা মহামারির কারনে গত  দুই বছর ধরে বন্ধ ছিল রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান। তবে এত দিন বন্ধ থাকার পরে আবারো রমনার বটমূলে ফিরছে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। গত দুইবার এটি যথাস্থানে করতে পারেনি আয়োজক ছায়ানট।

শনিবার (২ এপ্রিল) ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন। আরও ছিলেন নির্বাহী সভাপতি সারওয়ার আলী, সহ-সভাপতি আতিউর রহমান, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

জানা যায়, মাসাধিককাল ধরে দলীয় পরিবেশনার মহড়ার মাধ্যমে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। ইতোমধ্যে বটমূলের বরাদ্দ চেয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদনও করা হয়েছে।

লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটি জানায়, করোনাকালে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং রাষ্ট্রীয়-বিধান মান্য করে ছায়ানট দুবছর বর্ষবরণের অনুষ্ঠান স্বল্প পরিসরে অনলাইনে আয়োজন করেছে।

সভাপতি সন্‌জীদা খাতুন বলেন, ‘বাংলা বর্ষবরণ এখন দেশের গণ্ডি ছাড়িয়ে ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিশ্ববাঙালির প্রধান প্রাণের উৎসব। আমাদের প্রত্যাশা, বটমূলে অর্ধশতাধিক বছরের এই উৎসবের ধারায় বাঙালির প্রত্যাবর্তন হবে সংযমী, প্রাণবন্ত, আনন্দঘন এবং বিপর্যয় বিনাশের অঙ্গীকারে বলীয়ান।’ এর আগেও অন্তত তিনবার রমজান মাসে পহেলা বৈশাখের অনুষ্ঠান করেছে প্রতিষ্ঠানটি।

এবারের প্রসঙ্গে সন্‌জীদা বলেন, ‘রমজানের পবিত্রতা আমরা কোনোভাবেই অস্বীকার করি না। ধর্ম ও সংস্কৃতি পরস্পরবিরোধী কিছু নয়।’

 

শেয়ার