Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

শিবিরের পোস্টার লাগানোর সময় চবিতে ২ জন আটক

০৩ এপ্রিল, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
শিবিরের পোস্টার লাগানোর সময় চবিতে ২ জন আটক
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় (চবি) ইসলামী ছাত্রশিবিরের পোস্টার লাগানোর সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের পাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রুহুল আমিন ও স্থানীয় স্কুলের দশম শ্রেণির এক ছাত্র। দুজনই টাকার বিনিময়ে শিবিরের পোস্টার লাগায় বলেও জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম জানান, ‘দুজনকে থানা হাজতে রাখা হয়েছে। তদন্তসাপেক্ষে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

জানা যায়, ৮ থেকে ১০ জন ছেলে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এলাকায় শিবিরের পোস্টার লাগাচ্ছিল। এসময় ছাত্রলীগের দুই কর্মী নাস্তা করতে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে অন্য ছাত্রলীগ নেতাকর্মীদের খবর দেয়। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ।

শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘দেশব্যাপি জামাত শিবিরের কর্মীরা সামনে নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলা ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে কর্মকাণ্ড চালাচ্ছে। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহেরি ও জামাত শিবির মাথাচাড়া দিয়ে ওঠেছে। আমরা এদের ব্যাপারে জিরো টল্যারেন্স নীতিতে আছি। তাদের এক বিন্দু ও ছাড় দেওয়া হবে না।’

শেয়ার