Top
সর্বশেষ

রংপুরে বিশ্ব পানি দিবস উদযাপন

০৪ এপ্রিল, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
রংপুরে বিশ্ব পানি দিবস উদযাপন
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

‘ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ স্লোগানে সারাদেশের মতো রংপুরেও বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।

উদ্বোধনকালে পানির অপচয় রোধের আহ্বান জানিয়ে ডিসি আসিব আহসান বলেন, পানির সঙ্গে আমাদের যে সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে তা এলাকাভিত্তিক। পৃথিবীর মধ্যে যে প্রাকৃতিক সম্পদ আছে তার মধ্যে ভূগর্ভস্থ পানি অন্যতম। কিন্তু বর্তমানে আমাদের দেশে সুপেয় পানি পাওয়া অনেকটা চ্যালেঞ্জ হয়ে গেছে।

এর আগে সকাল দশটায় রাজধানী ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে রংপুরপ্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার