Top
সর্বশেষ

তাহলে কি পিএসজিতে থাকছেন কিলিয়ান এমবাপে?

০৪ এপ্রিল, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
তাহলে কি পিএসজিতে থাকছেন কিলিয়ান এমবাপে?
স্পোর্টস ডেস্ক :

কিলিয়ান এমবাপে কোথায় খেলবেন আগামী মৌসুমে? ফুটবলের সবচেয়ে আলোচিত প্রশ্ন বর্তমানে বোধ হয় এটিই। কয়েকদিন পরপরই নতুন মোড় নেয় এই প্রশ্নের উত্তর। কিছুদিন আগে জোরালো গুঞ্জন ছিল, রিয়াল মাদ্রিদে এমবাপের যোগ দেওয়াটা পুরোপুরি নিশ্চিত। কেউ তো এমনটাও বলছিল যে, এমবাপের সাথে নাকি চুক্তিই করে ফেলেছে লস ব্লাঙ্কোসরা।

এরপরই শোনা যায়, আরও বেশ কয়েকটি ক্লাব এমবাপেকে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছে। পিএসজি যে তাকে ধরে রাখতে চায়, এই খবর তো পুরোনো।

এমবাপের কাছে জানতে চাওয়া হয় নতুন করে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করার কোনো সম্ভাবনা আছে কি না। জবাবে তিনি বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই।’

অ্যামাজন ভিডিওকে নিজের ভবিষ্যৎ নিয়ে এমবাপে আরও বলেছেন, ‘যদি আমি সিদ্ধান্ত নিতাম, তাহলে বলে দিতাম। আমার কাউকে জবাব দিতে হবে না। যদি আমি সিদ্ধান্ত নেই, দায়িত্বও নিতে পারবো। আমার লুকানোর কিছু নেই, আমি কাউকে মারিনি। আমার শুধু সম্ভাব্য সেরা সিদ্ধান্তটা নিতে হবে।’

‘আমি এখনও এটা নিয়ে ভাবছি। কারণ নতুন কিছু জিনিস যোগ হয়েছে, নতুন প্যারামিটার তৈরি হয়েছে। আমি সঠিক সিদ্ধান্তটা নিতে চাই। আমি জানি অন্যদের জন্য এটা একটু বেশিই সময় নেওয়া হয়ে যাচ্ছে।’

পিএসজির সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসায়ও মুগ্ধ এমবাপে, ‘সত্যি বলতে আমি জানি না। এখানকার মানুষের আকর্ষণটা সবসময় সুন্দর। আমি তাদের এটার জন্য ধন্যবাদ জানাই। পুরো স্টেডিয়াম আপনার নামে চিৎকার করছে, এটা শুধুই কোনো একটা সাধারণ ব্যাপার না।’

শেয়ার