Top
সর্বশেষ

ফেনীতে ভ্যাট কর্মকর্তা প্রত্যাহার দাবি

০৪ এপ্রিল, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
ফেনীতে ভ্যাট কর্মকর্তা প্রত্যাহার দাবি
মো. শফি উল্লাহ, ফেনী :

কাস্টমস, অ্যাক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর উপকমিশনার আবু হানিফ মো. আবদুল আহাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সাথে হয়রানী, অসদাচরণসহ আইনশৃংখলা বিরোধী কার্যক্রমের অভিযোগে এনে তাকে দ্রুত প্রত্যাহারের দাবী জানিয়েছেন ফেনীর ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সোমবার ফেনী শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেনী চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টির সভাপতি আইনুল কবীর শামীম লিখিত বক্তব্য পাঠকালে এ দাবী তুলে ধরেন।

ফেনী চেম্বার অব কমার্স সভাপতি তার লিখিত বক্তব্যে বলেন, ভ্যাট আদায়ের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে হয়রানি করছেন খোদ কাস্টমস, অ্যাক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর উপ-কমিশনার আবু হানিফ মো. আবদুল আহাদ। এ নিয়ে ফেনী চেম্বার ও শহর ব্যবসায়ী সমিতিসহ ব্যবসায়ী সংগঠনের নেতাদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

তিনি আরও বলেন এই ভ্যাট কর্মকর্তা মানসিকভাবে অসুস্থ, তিনি পাগল। তার চিকিৎসা প্রয়োজন। কখনো দেয়াল টপকে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ঢোকেন, কখনো আবার চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে সেখানকার বাতি নিভিয়ে দিয়ে অন্ধকার করে দেন। ওনার ঠিকানা হওয়ার কথা ছিল চিকিৎসা কেন্দ্রে। চিকিৎসা ছাড়া ওনার পরিবর্তন হবে না।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে ভ্যাট কর্মকর্তার হয়রানির বিষয়টি সমাধান না হলে শিগগিরই তাকে প্রত্যাহারের দাবিতে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, ফেনী চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন পাঠান, জাফর উদ্দিনসহ চেম্বার এবং ব্যবসায়ী সমিতির সদস্য ও ভূক্তভোগী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কাস্টমস, অ্যাক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর উপকমিশনার আবু হানিফ মো. আবদুল আহাদ বলেন, আমি সরকারী নিয়ম অনুযায়ী কাজ করছি। ব্যবসায়ীরা কর ফাঁকি দিচেছ, আমি তাদের কাগজ পত্র সব চেক করেছি। কারো সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। আমি সরকারী দায়িত্ব শতভাগ পালন করছি। ব্যবসায়ীদের আনিত অভিযোগ অস্বীকার করেন তিনি।

 

শেয়ার