Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

রাঙামাটিতে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান

০৫ এপ্রিল, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ
রাঙামাটিতে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটিতে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ঠেকাতে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন- জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়- জেলা শহরের তবলছড়ি এবং বনরূপা এলাকার বিভিন্ন শপিংমল, মুদির দোকান এবং হাটবাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং বনরূপা এলাকার দু’টি মুদি দোকানীকে দ্রব্যর অতিরিক্ত মূল্য ধার্য করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনহাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য এবং প্রশাসনের কর্মচারীরা অংশ নেন।

শেয়ার