Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে অর্থদণ্ড

০৫ এপ্রিল, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ
নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে অর্থদণ্ড
এ.এস.এম.নাসিম, নোয়াখালী :

চলমান রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা।

এসময় মুল্য তালিকা প্রদর্শন না করায় ও ক্রয় স্লিপ সংরক্ষন না করায় ৪ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চৌমুহনীর গোলাবাড়িয়ায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

ভোক্তা অধিকার অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গোলাবাড়িয়া এলাকায় ভোক্তা অধিকারের ৩৮ ধারায় আল্লারদান ব্রয়লার ট্রেডার্সকে ৩ হাজার টাকা, নিউ ব্রয়লার হাউজকে ৩ হাজার টাকা, নিজাম ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং ৪৫ ধারায় বিসমিল্লাহ্ পোল্ট্রিকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও বলেন, অর্থদণ্ডের পাশাপাশি বাজারের অন্য দোকানি-প্রতিষ্ঠানের মালিককে সর্তক করা হয়েছে। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান চলমান থাকবে।

 

শেয়ার