Top
সর্বশেষ

অ্যাতলেতিকোর বিপক্ষে ১২জন নিয়ে নামবে ম্যানসিটি!

০৫ এপ্রিল, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
অ্যাতলেতিকোর বিপক্ষে ১২জন নিয়ে নামবে ম্যানসিটি!
স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়নস লিগে দল সাজানো নিয়ে প্রশ্নবিদ্ধ থেকেছে পেপ গার্দিওলার। বিশেষ করে ম্যানচেস্টার সিটি যেসব ম্যাচে নকড আউট হয়েছে। অন্যদিকে ইউরোপ সেরার টুর্নামেন্টে গার্দিওলার অতিরিক্ত চিন্তাও কম আলোচনার বিষয় নয়। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের আগে এই ধরনের প্রশ্নের মুখোমুখি হন সিটি কোচ। তবে সাংবাদিকের প্রশ্নের জবাবে গুরুগম্ভীর না থেকে মজার ছলেই সব কিছুর উত্তর দেন তিনি। নিজের কৌশল নিয়ে হাস্যরস করতে করতে বলেন, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১২জনকে নিয়ে মাঠে নামবেন তিনি!

প্রথম লেগে অ্যাতলেতিকোর মুখোমুখি হচ্ছে ম্যানসিটি। অতিরিক্ত ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই গার্দিওলা বলেছেন, ‘হ্যাঁ, আমি চ্যাম্পিয়নস লিগে সব সময় অতিরিক্ত ভাবি। আর সেটা করি বলেই চ্যাম্পিয়নস লিগে আমার অনেক সাফল্য। বিষয়টা ভালোবাসি বলতে পারেন। তবে সব সময়ই যদি একই ধারায় খেলি, সেটা বিরক্তির জন্ম দেবে।’

ইউরোপ সেরার টুর্নামেন্টে ম্যানসিটির সর্বোচ্চ সাফল্য ফাইনাল। গত আসরের ফাইনালে চেলসির মুখোমুখি হলেও সেবার ১-০ তে হেরে শিরোপা হাতছাড়া করেছিল। সেবার টিম সিলেকশন নিয়েও ছিল সমালোচনা। হোল্ডিং মিডফিল্ডার ছাড়া সাজান দল। কৌশল নিয়ে প্রশ্ন উঠতেই মজার ছলে গার্দিওলা বলেন, ‘আমি আসলে সব সময় নতুন কৌশল আর ধারণার জন্ম দেই। কালকেও আপনারা নতুন কিছু দেখতে পাবেন।’

এর পর হালকা চালে জবাবও দেন তিনি, ‘সবাই যদি মনে করে আমি অ্যাতলেতিকো আর লিভারপুলের বিপক্ষে একই দল খেলাবো, সেটা এভাবে সম্ভব নয়। কারণ দুটি দলেরই মুভমেন্ট ভিন্ন। তাই আমি খেলার আগে বেশি ভাবতে ভালোবাসি। বোকার মতো কৌশল সাজাতে পছন্দ করি। যখন জিততে পারি না, তখন কাঠগড়ায় দাঁড়াই। ফলে এখান থেকে আমি অনুপ্রেরণা নিতে পারি, কালকের জন্য অবিশ্বাস্য কৌশলে দলকে খেলাবো। মাঠে নামবো ১২জন নিয়ে।’

শেয়ার