Top
সর্বশেষ

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পথচারী’র মৃত্যু

০৫ এপ্রিল, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পথচারী’র মৃত্যু
গাজীপুর প্রতিনিধি :

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে টঙ্গী ষ্টেশনরোড টেলিফোন শিল্প সংস্থা’র সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টেলিফোন শিল্প সংস্থা’র সামনে ফ্লাইওভারের কাজে ব্যবহৃত কম্বল এর বাজের ভিতর ওই অজ্ঞাত ব্যক্তির লাশটি পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে অজ্ঞাত গাড়ীর চাপায় তিনি মারা গেছেন। নিহতের গায়ে টিয়া রংয়ের জামা থাকলেও পরনে কাপড় ছিল না। গাড়ি চাপায় তার মুখমন্ডল ছিন্নভিন্ন হয়ে যায়। নিহতের নাম পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি নমুনা সংগ্রহ করেছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

 

শেয়ার