Top
সর্বশেষ

ফরিদপুরে স্কুলছাত্র নাঈম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

০৫ এপ্রিল, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
ফরিদপুরে স্কুলছাত্র নাঈম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে স্কুলছাত্র নাঈম হত্যার বিচার এবং অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলের নীতিমালার দাবিতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই এপ্রিল) আলিয়াবাদ ইউনিয়ন এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলিয়াবাদ ইউনিয়নবাসীর উদ্যোগে উৎসর্গ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনে মানববন্ধনের আয়োজন করে।

এতে নাজমুল হাসান ফাহিম এর সভাপতিত্বে নাঈম হত্যার বিচার, অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবী জানানো হয়।

এ সময় মানববন্ধনে সাদিপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল হাসান ইলিয়াস, সাদিপুর যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইকরাম শিকদার, নিহত নাঈম এর বড় ভাই নাজমুল শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সড়ক ও মহাসড়কে যান চলাচলে প্রশাসনের নিয়ন্ত্রণ ও নজরদারি বৃদ্ধি করার জোর দাবি জানান।একই সাথে নিহত নাইমের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ‌ তারিখে সদর উপজেলার গেরদা এম এ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাটি ভর্তি ট্রালির চাপায় সাইকেল চালক শিক্ষার্থী মোঃ নাঈম নিহত হয়েছিল।

 

শেয়ার