Top
সর্বশেষ

টাঙ্গাইলে নারীর গলাকাটা লাশ উদ্ধার

০৬ এপ্রিল, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে নারীর গলাকাটা লাশ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুরে চায়না আক্তার (৩৬) নামে নিখোঁজ এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চায়না আক্তার উপজেলা বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত সোমবার দ্বিতীয় রোজায় ইফতারের পর বাড়ি থেকে নিখোঁজ হয় চায়না। বুধবার পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন তার বাড়ির পাশের জঙ্গলে খোঁজ নিলে সেখানে চায়নার গলাকাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বাঁশতৈল ফাঁড়ির এসআই মো. সুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে।আইনী প্রক্রিয়ার কাজ চলছে।

 

শেয়ার