Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

চট্টগ্রামে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

০৬ এপ্রিল, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রামে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
চট্টগ্রাম প্রতিনিধি :

প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ন্যূনতম দুই হাজার টাকা ও চাকরির ক্ষেত্রে সমঅধিকারসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রামের প্রতিবন্ধী সংগঠনগুলো।

বুধবার (৬ এপ্রিল) নগরীর চেরাগী পাহাড় মোড়ে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা একাধিক সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবশে বক্তারা বলেন, বর্তমান সরকার ১ লাখ ৪ হাজার ব্যক্তির মাসিক ২শ টাকা থেকে সংখ্যা ও পরিমাণ ঊভয়ই বাড়িয়ে ২০ লাখ ৮ হাজার ব্যক্তিকে মাসিক ৭৫০ টাকা করে ভাতা দিচ্ছে। কিন্তু বিগত চার বছরে ভাতা বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হয় নি। এ ছাড়াও বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কৌশলপত্র ২০১৫ অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২০২০ সালের মধ্যে মাসিক ১৫শ টাকায উত্তীর্ণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০২১ সালে গৃহীত অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলপত্র বাস্তবায়নে ২০২১-২৫ এর মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক ৩ হাজার টাকায় উত্তীর্ণ করার এবং সাধারণ ভাতার চেয়ে প্রতিবন্ধী ব্যক্তির ভাতা তিন গুণ করার পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ছিল, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।

প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের জানিয়ে বক্তারা আরও বলেন, ভাতা বৃদ্ধির পাশাপাশি ২০২২-২৩ জাতীয় বাজেটে শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা, উভয়ই নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ ওশতভাগ কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশিষ নীতিমালা নিশ্চিত করতে হবে। বানিজ্যিক প্রতিষ্ঠানে ১০ শতাংশ প্রতিবন্ধী নিয়োগে কর ছাড়ের ৩থেকে ১ শতাংশে কমিয়ে আনতে হবে। সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য চাই। অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতর বাস্তবায়ন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রাণালয়ভিত্তিক বরাদ্দ দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘ, কৃষ্টি, চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন, রাইট অ্যৗাকশন ফর ডিজেবিলিটি (র‌্যাড), চন্দনাইশ প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন, অ্যালায়েন্স অফ আরবানডিপিও (এইউডিসি), কোস্টাল বিপিও অ্যালায়েন্স- আনোয়ারা, পতেঙ্গা প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন, ডিডিআরসি, সেন্টার ডিজেবল কনসার্ন (সিডিসি), উৎস, ব্রাইট, চিটাগং অটিস্টিক সোসাইটি, যুগান্তর, নওজোয়ান, স্বপ্নীল ফাউন্ডেশন, রামপুরা প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন, দৃষ্টি ও মনিষাসহ বিভিন্ন সংগঠনের কয়েকশ সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার