Top

চট্টগ্রামে পৃথক ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার

০৬ এপ্রিল, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে পৃথক ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের বায়েজিদে নম্বরবিহীন বাইক ব্যবহার করে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনতাইয়ে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বায়েজিদের শীতল ঝর্না আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি পাইপ গান, ৪ রাউন্ড কার্তুজ, দুটি টিপছোড়া উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-অক্সিজেন বেপারিপাড়া এলাকার মৃত ইসমাঈল লেদুর ছেলে মো. ইদ্রিস আলী অভি (২২) এবং একই এলাকার মো. আব্দুল মালেক সওদাগরের ছেলে জাহিদ হাসান মুরাদ (২৩)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার দুজন মোটরসাইকেলে ঘুরে ছিনতাই গ্রুপের সক্রিয় সদস্য। তাদের একটি বিশেষ চক্র আছে। তারা বিশেষ বিশেষ সময় ও স্থানে নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে অবস্থান নেয়। একসময় সুযোগ বুঝে অস্ত্রের ভয় দেখিয়ে সিএনজি, অটোরিকশার যাত্রী নইলে পথচারীদের সর্বস্ব ছিনিয়ে নেয়। গ্রেপ্তারের দিনও তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান নিয়েছিল। তবে পুলিশের টহল টিমের হাতে গ্রেপ্তার হওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে ৭ থেকে ৮টি মামলা আছে।

অপরদিকে, ঈদ বাজারকে ঘিরে চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতির সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর ৫টা ২৫ মিনিটের দিকে ফুটওভার ব্রিজের নিচে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশি করে তিনটি টিপ ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হলেন-রাজবাড়ী মুকুন্দিয়া এলাকার মো. শফিকুর রহমান ছেলে মো. রায়হান প্রকাশ লালু (২০), ফেনীর মৃদার বাড়ি এলাকার মৃত মনির প্রকাশ ইলিয়াছের ছেলে মো. অপু প্রকাশ হৃদয় (২১) ও চট্টগ্রাম এনায়েত বাজার এলাকার মো. ইকবাল ছেলে সোহেল (৩০)।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন ,’ঈদকে সামনে রেখে ডাকাতির জন্য প্রস্তুতি নিয়ে অবস্থান করছিল তারা। রাতের ডিউটির সময় টহল টিমের সদস্যদের তাদের দেখে সন্দেহজনক মনে হয়। এসময় তাদের তল্লাশি করে টিপ ছুরি পাওয়া যায়। পরবর্তীতে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে।’

 

শেয়ার