টাঙ্গাইলের সখীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক রফিকুল ইসলাম রফিক (২৬) এবং মোটরসাইকেল চালক স্কুলছাত্র কাউসার আহমেদ (১৬) নিহত হয়েছেন।
বুধবার ভোর রাতে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান সখীপুর সড়কের বোয়ালী পেট্রলপাম্প এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি আম গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনা স্থলেই পিকআপ চালক রফিকুল নিহত হন। নিহত রফিকুল ইসলাম বরিশাল জেলার আগুলজাইরা উপজেলার রাঙতা গ্রামের ফারুক মিয়ার ছেলে। এ সময় অপর আরোহী সিরাজ মিয়াকে (৪৫) গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে, গতকাল মঙ্গলবার রাতে সখীপুর থেকে মোটর সাইকেলযোগে স্কুলছাত্র কাউসার আহমেদ (১৬) তার নিজ বাড়ি উপজেলার কালিয়ান দুয়ানীপাড়া ফেরার পথে কালিয়ান খানাপাড়ায় বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার তার মৃত্যু হয়। নিহত স্কুলছাত্র ওই গ্রামের বেলু মিয়ার ছেলে এবং কালিয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
ওসি আরও জানান, ভোরে পিকআপ ভ্যানের দরজা ভেঙে ফায়ার সার্ভিস কর্মীরা নিহত পিকআপ চালক রফিকের মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে মোকটসাইকেল দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলেও জানান তিনি।