Top
সর্বশেষ

বাকিলায় ভোক্তা অধিকার আইনে জরিমানা

০৬ এপ্রিল, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
বাকিলায় ভোক্তা অধিকার আইনে জরিমানা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত কারনে বিশেষত- মূল্য তালিকা না টাঙানো এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ওই সময় ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা মূলক লিফলেটও বিতরণ করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

ওই সময় তরমুজ ব্যবসায়ীদেরকে নায্য মূল্যে তরমুজ বিক্রি করতে বলা হয়েছে অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান জতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

 

শেয়ার