Top
সর্বশেষ

রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

০৬ এপ্রিল, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

রমজানের শুরুতেই সয়াবিন তৈল,বেগুন, ধনেপাতা ও ফলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লক্ষ্মীপুরের রায়পুরের হাট-বাজারগুলোয় বিরাজ করছে দ্রব্যমূল্য বৃদ্ধির মহোৎসব। এতে অস্বস্তি বোধ করছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

আর উদ্ভুত এই পরিস্থিতিতে বাজারে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে বুধবার দুপুরে রায়পুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইকবাল এ অভিযান পরিচালনা করেন ।

এসময় জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কাঁচামালের দাম কিছুটা কমিয়ে দেন ব্যবসায়ীরা। এদিকে অভিযান শেষ হওয়া মাত্রই কাঁচামালের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ক্রেতাসাধারণ ।

এসময় কৃষি বিপণন আইন, ২০১৮ এর ধারা ১৯ (ক) এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর রাসেল ইকবাল কর্তৃক ৬ জন ব্যবসায়ীকে পৃথক মামলায় সর্বমোট ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার মনির হোসেনসহ অনেকে।

সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট আইনগুলোর উপর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার