২০১৪ সালে ৩লাখ ৬০হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় নোয়াখালীতে রাজন দাস নামের এক ভুয়া ব্যবসায়ীকে ১০বছরের সশ্রম কারাদণ্ড ও ১লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিকেলে জেলা স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাজন দাস ফেনী জেলার সদর উপজেলার পশ্চিম রামপুর গ্রামের মৃত অরুন দাসের ছেলে।
দুদক সূত্রে জানা গেছে, রাজন দাস নিজেকে ফেনীর ‘রাজন টেলিকম’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের পরিচালক পরিচয় দিয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে সোনালী ব্যাংক মহিপাল শাখায় ৪লাখ টাকা এসএমই ঋণের জন্য আবেদন করেন। পরে ঋণ বাবত ব্যাংক থেকে ৩লাখ ৬০হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করে সে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গত ২০১৪সালের ৩১ডিসেম্বর ফেনী মডেল থানায় বিশেষ আইনে মামলা দায়ের করে দুদক।
জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম জানান, বুধবার মামলার শুনানি শেষে বিচারক এ এন এম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে ৪২০ ও ৪৬৮ ধারায় মোট ১০বছরের কারাদণ্ড ও ১লাখ টাকা অর্থদণ্ড করেন। আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিলো না।