Top
সর্বশেষ

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ইচ্ছা নেই বাইডেনের

০৮ জানুয়ারি, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ইচ্ছা নেই বাইডেনের

ক্যাপিটল ভবনে বুধবারের হামলার ঘটনায় কাঠগড়ায় এখন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী সমালোচনার শিকার হচ্ছেন তিনি। এমনকি নিজ দলের লোকজনও তার সমালোচনা করছে। ডেমোক্র্যাটরা তো বটেই রিপাবলিকার আইনপ্রণেতারাও তাকে ক্ষমতাচ্যুত করার পক্ষে মত দিচ্ছেন।

তবে ট্রাম্প ক্ষমতাচ্যুত করার কথা ভাবছেন না নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে দেশে ঐক্য ফেরানো যাবে না। তিনি এ বিষয় নিয়ে ভাবছেন না, তিনি ভাবছেন ২০ জানুয়ারি তার ক্ষমতাগ্রহণের বিষয় নিয়ে।

বাইডেনের ঘনিষ্ট এক কর্মকর্তা নব নির্বাচিত প্রেসিডেন্টের বরাত দিয়ে সিএনএনকে বলেছেন, ‘ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া শুরু করাটা জাতিকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে না। সুতরাং ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার কোনো ইচ্ছাই নেই বাইডেনের। তিনি মূলত ১৩ দিন পর দায়িত্ব গ্রহণের বিষয়টি নিয়ে ভাবছেন। এদিকেই তিনি মনোযোগ রাখতে চান। তার ২৫তম সংশোধনীর বিষয়ে কথা বলার কোনো আগ্রহ নেই।’

 

শেয়ার