বাস ধর্মঘটের তৃতীয় দিনে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গত তিন দিনেও শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ের ব্যাপারে ঢাকায় যে বৈঠক হওয়ার কথা ছিলো তা এখ নপর্যন্ত এর কোন সমাধান হয়নি। ফলে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসযাত্রীদের দুর্ভোগ আরো বেড়েছে।
বেতন-ভাতা বৃদ্ধি, আঞ্চলিক ও মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ধর্মঘট শুরু করে রংপুরের মটর শ্রমিকেরা। মঙ্গলবার ভোর থেকে ধর্মঘট শুরু হওয়ায় এখন পর্যন্ত পরিবহন মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে দাবি- দাওয়া নিয়ে কোনো সমঝোতা হয়নি। উল্টো ধর্মঘট ডাকা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বাস মালিক মটর শ্রমিকেরা। বাস মালিকেরা জানিয়েছেন তারা কোন কোন ধর্মঘট ডাকে নাই। আর মটর শ্রমিকেরা বলছে বাস মালিকেরা তাদের বাস বন্ধ রেখেন।
চলমান ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন রংপুর থেকে দূরপাল্লার পরিবহনের যাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর কামাড়পাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, শ্রমিকরা সেখানে অলস সময় পার করছেন। টিকিট কাউন্টারগুলোও বন্ধ রয়েছে। সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে
দেখা যায়নি।
ধর্মঘট নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ করেছেন শ্রমিক ও বাস মালিকেরা। শ্রমিকেরা জানায় বাস মালিকরা বাস বন্ধ রেখেছেন। আমরা দীর্ঘ দিন ধরে বেতন বাড়ানোসহ কিছু দাবি জানিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয়নি।
শ্রমিকদের অভিযোগ, কিছু পরিবহনের চালকদের বেতন ১ হাজার ৯৫০ টাকা, সুপারভাইজারের বেতন ৯০০ টাকা আর হেলপারের বেতন ৮০০ টাকা দেওয়া হয়। অন্যসব পরিবহনের স্টাফদের অর্ধেক বেতন-ভাতাদি প্রদান করা হয়। এই বৈষম্য দূর করে বেতন-ভাতা বাড়ানোর পাশাপাশি সড়কে পুলিশি হয়রানি
ও চাঁদাবাজি বন্ধ, আটক শ্রমিকদের মুক্তি দেওয়া পাঁচ দফা দাবি পরিবহন মালিকদের জানিয়ে ছিলেন। কিন্তু তাদের সেই দাবি পূরণ হয়নি আজ পর্যন্ত।।
দাবি আদায়ে পরিবহন মালিকসহ প্রশাসনের সহযোগিতা কামনা করে। দুই দিন ধরে ঢাকায় নেতাদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বৈঠক হয়নি। আজ রাতের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, বাস চলাচল বন্ধ রাখার সঠিক কারণ আমার জানা নেই। মালিক পক্ষের লোকেরা পরিবহন বন্ধ রেখে যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু এই ধর্মঘট শ্রমিক ইউনিয়ন থেকে ডাকা
হয়নি।
রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্টন বলেন, শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোসহ বেশ কিছু প্রস্তাব দিয়েছিলেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। মূলত তার নির্দেশনায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে।