Top
সর্বশেষ

পিরোজপুরে ই-ট্রাফিক সিস্টেম চালু

০৭ এপ্রিল, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
পিরোজপুরে ই-ট্রাফিক সিস্টেম চালু
পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে চালু হয়েছে পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন ম্যানেজমেন্ট সিস্টেম। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ই- ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন ম্যানেজমেন্ট সিস্টেম কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান, পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান মিলু সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা) জানান, ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশ ত্রুটিপূর্ণ গাড়ি কিংবা চালককে জরিমানা করতে পারবে। সবাইকে চলমান ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর আহবান জানিয়ে পুলিশ সুপার বলেন, এ পদ্ধতির মাধ্যমে পুলিশের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে।

গাড়ির মালিক ও চালকরা তাদের জরিমানাকৃত টাকা ইউসিবি ব্যাংক এর মাধ্যমে পরিশোধ করতে পারবে।

শেয়ার