Top
সর্বশেষ

রাসায়নিক পদার্থ দিয়ে মিষ্টি তৈরি, ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

০৭ এপ্রিল, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
রাসায়নিক পদার্থ দিয়ে মিষ্টি তৈরি, ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে অভিযান চালিয়ে মিষ্টি তৈরিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার ও মূল্য তালিকা না টাঙানো অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানার আদেশ দেন।

গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিজয় পাশা ও চন্দ্রদিঘলিয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় মিষ্টি তৈরিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার ও মূল্য তালিকা না টাঙানো অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন
অংকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন ফলের দোকানে বিক্রি অনিয়ম তদারকি করে তরমুজসহ ফল ক্রয়ে ভোক্তা সাধারনকে যৌক্তিক মূল্যে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

শেয়ার