Top
সর্বশেষ

স্বাস্থ্য বিভাগের বলিষ্ট ভূমিকায় করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি

০৭ এপ্রিল, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
স্বাস্থ্য বিভাগের বলিষ্ট ভূমিকায় করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন-স্বাস্থ্য বিভাগের বলিষ্ট ভূমিকার কারণে আজকে আমরা করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার (০৭এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন- পাহাড়ে দূর্গম এলাকাগুলো স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। বিলাইছড়ির উপজেলার দূর্গম বড়থলি ইউনিয়ন থেকে শুরু করে জুরাছড়ির দূর্গম দুমদুম্যা ইউনিয়নের এলাকার মানুষরা ঠিক মতো স্বাস্থ্য সেবা পাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর রাখতে হবে।

সিভিল সার্জন ডা: বিপাস খীসা সভাপতির বক্তব্যে বলেন- দূর্গম এলাকায়গুলো স্বাস্থ্য সেবা পৌছে দিতে আমাদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমাদের লোকবল এবং সরঞ্জামের ঘাটতি রয়েছে। এসময় স্বাস্থ্য বিভাগের অপ্রতুলতার বিষয়গুলো জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে তুলে ধরেন সিভিল সার্জন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য রেংলিয়ানা পাংখোয়া, সুবির কুমার চাকমাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এদিকে দিবসটির দিনে সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। “সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” এ প্রতিপাদ্যে দিবসটি পালন করা হচ্ছে।

শেয়ার