Top
সর্বশেষ

সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জীবন মান উন্নয়ন শীর্ষক আলোচনা

০৭ এপ্রিল, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জীবন মান উন্নয়ন শীর্ষক আলোচনা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের জীবন মান উন্নয়ন এবং মানবিক সংগঠন “প্রেরণার ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরের দিকে শাহজাদপুর পৌর এলাকার রংধনু মডেল স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেরণা সংগঠনের সভাপতি শামসুল হক সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম। তিনি বলেন, তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায় আমাদের মতোই মানুষ। তাদের কটাক্ষ করে কথা বলা খুবই দুঃখজনক। তারাও সমাজের বিভিন্ন স্তরে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছে। তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা অব্যাহত রেখেছেন। এ সম্প্রদায়ের মধ্য থেকে টিভি সংবাদ উপস্থাপিকা এবং ইউপি সদস্যসহ চেয়ারম্যানও হয়েছে। এ জন্য ওই সম্প্রদায়ের অন্যান্যদের জীবন পরিবর্তনে কাজ করে যাওয়ার
হয় বলে জানান তিনি।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান উপধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা, অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, খতিব ও টিভি ব্যক্তিত্ব মাওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী, হানিফ পারভেজ ও হিজড়া স¤প্রদায়ের কয়েকজন প্রতিনিধি বক্তব্য
রাখেন। এ সভা শেষে প্রধান অতিথির পক্ষ থেকে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়কে আর্থিক সহায়তা ও উপহার প্রদান করা হয়।

শেয়ার