Top
সর্বশেষ

কুষ্টিয়ায় লুঙ্গীর নকল লেবেলসহ একজনকে আটক করেছে সিআইডি

০৭ এপ্রিল, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
কুষ্টিয়ায় লুঙ্গীর নকল লেবেলসহ একজনকে আটক করেছে সিআইডি
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালী কাপড়ের হাট থেকে শাহ্ আমানত লুঙ্গীসহ বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ নকল লেবেলসহ একজনকে আটক করেছে সিআইডি পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঐতিহ্যবাহী কুমারখালী কাপড়ের হাটের একটি দোকানে অভিযান চালায় সিআইডি। সেখানে শাহ্ আমানত লুঙ্গীর নকল লেবেল বিক্রির সময় ব্যবসায়ী আরজুকে আটক করে সিআইডি পুলিশ। অভিযানে শাহ্ আমানত লুঙ্গীসহ বিভিন্ন কোম্পানির অন্তত ২০ হাজার নকল লেবেল পাওয়া যায় তার কাছে। এসব লেবেল সাধারণ কাপড়ের গায়ে লাগিয়ে ভোক্তাদের সঙ্গেদীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে একটি চক্র।

অভিযান পরিচালনাকারী সিআইডি’র ইন্সপেক্টর হারুন অর রশীদ জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র নকল লেবেল লাগিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে তাঁরা এ অভিযান চালায়। সিআইডি আরো জানায়, এই চক্রের সাথে শুধু গ্রেফতারকৃত আরজু নয়; আরো অনেকেই জড়িত। এর সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে সিআইডি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার