Top
সর্বশেষ

অটোরিকশার চাপায় শিশু নিহত

০৭ এপ্রিল, ২০২২ ৯:০১ অপরাহ্ণ
অটোরিকশার চাপায় শিশু নিহত
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় অটোরিকশার চাপায় শেফালী খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর পশ্চিমপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শেফালী একই এলাকার আরশেদ আলীর মেয়ে। স্থানীয়রা জানান,সকালে বাড়ির সামনে খেলছিল শেফালী খাতুন। এ সময় রাস্তা দিয়ে চলন্ত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভেড়ামারা থানার (ওসি) মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার