Top
সর্বশেষ

শিক্ষার্থীদের ছুটি দিলেন বিদ্যালয়ের সভাপতি

০৭ এপ্রিল, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
শিক্ষার্থীদের ছুটি দিলেন বিদ্যালয়ের সভাপতি
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

বৃহস্পতিবার বিদ্যালয়ে এসে হাজিরা দিলো শিক্ষার্থীরা। তারপর বেজে উঠলো ছুটির ঘন্টা। বিদ্যালয় পরিচালনা কমিটির একাংশের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী এসে ছুটি দেয়ার ঘোষণা দেন। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

খবর পেয়ে বিদ্যালয়ে হাজির হন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক এএসএম রাসেল মজুমদারসহ বিভিন্ন শ্রেণীর লোকজন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানান, সকাল ১০ স্কুল ছুটি হয়ে গেলো। কি কারণে ছুটি হলো জানতে এসে দেখেন বিদ্যালয়ের গেইটে তালা মেরে উপরে মিটিং চলছে।

ইউপি চেয়ারম্যান মোস্তফা মজুমদার বলেন, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাফাজ্জল হোসেন মারা গেছেন। পদটি শূণ্য। বিদ্যালয়ের সভাপতি স্কুল ছুটি দেয়ার বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারও জানা নেই।

বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী শিক্ষার্থীদের ছুটি বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের আনুষাঙ্গিক কাজের জন্য শিক্ষকদের সাথে একটা মিটিং ছিল। তাই ছুটি দেয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান বিষয়টি জেনেছি। বিদ্যালয়ের শিক্ষক ও সভাপতিকে এ বিষয়ে শোকজ করা হবে। তাদের কাছে কেন বিদ্যালয় ছুটি দেয়া হলো তা জানতে কারণ দর্শানো নোটিশ করা হবে। একজন সভাপতি বিদ্যালয় ছুটি দিতে পারে না।

 

শেয়ার