কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শহিদ মিয়া (৪০) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। নিহত শহিদ রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে নিহতের মরদেহ আঁখ ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে আঁখ ক্ষেতে শহিদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দিনের কোন এক সময় কেবা কাহারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে আঁখ ক্ষেতে রেখে যায় বলে ধারনা করা হচ্ছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ জানান, খবর পেয়ে একটি আঁখ ক্ষেত থেকে শহিদ নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তাই আগামীকাল শুক্রবার (৮ এপ্রিল) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।