দুই বছরের দুঃসময়ের পর চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের রাস্তায় ফিরেছে আবারও সেই চেনা দৃশ্য।
বৃহস্পতিবার ৫ম রমজানে হাজীগঞ্জ বাজারের এমাথা–ওমাথা ভরে উঠেছিল হরেক রকমের ইফতারি আইটেমে। বাতাসে ছড়িয়ে পড়েছিল যার ঘ্রাণ।
সংযম ও ত্যাগের এই মাসে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের প্রতিটি অলিগলিতে জমে উঠে ইফতারের আয়োজন।
চিরচেনা সেই ইফতার আয়োজন একদমই চোখে পড়েনি গেলো দুই বছর ধরে। করোনার প্রকোপে যেন এই আয়োজনও ঝিমিয়ে পড়েছিল। তবে জীর্ণতা ছাড়িয়ে এবছর আবারও জমে উঠেছে হাজীগঞ্জের ইফতারের বাজার।
বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার, হাজীগঞ্জ মধ্য বাজার ও হাজীগঞ্জ পূর্ব বাজারের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার পাশের অস্থায়ী দোকানে বিক্রি হতে দেখা গেছে ইফতার সামগ্রী। ইফতার সামগ্রী ক্রয় করতে প্রায় সব দোকানেই ছিল উপচে পড়া ভীড়।
ছোলা, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিম চপ, চিকেন রোল, ভেজিটেবল রোল, দই বড়া, মিষ্টি, শাহী হালিম, কাবাব, সবজি পাকোড়া, মাংসের চপ, জিলাপির পাশাপাশি অনেকে তাদের নিজস্ব বিশেষ আয়োজন নিয়ে বসেছেন।
হাজীগঞ্জ বাজারের ইফতার বিক্রেতা সাইফুল ইসলাম জানান, দুই বছর করোনার কারণে ব্যবসা বন্ধ ছিল। তবে এ বছর সংক্রমণ কম হওয়ায় আবারও ইফতারির দোকান খুলেছেন তিনি। ক্রেতার ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে পাঁচ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ইফতারের আয়োজন রাখা হয়েছে তার দোকানে।