Top
সর্বশেষ

কেশবপুরে ৪ ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

০৭ এপ্রিল, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ
কেশবপুরে ৪ ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুরে ৪ ইউনিয়নে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার ত্রিমোহিনী, পাঁজিয়া, গৌরীঘোনা ও হাসানপুর ইউনিয়নের ৩ হাজার ৮৪২ পরিবারকে টিসিবির ৪ ধরনের পণ্য দেওয়া হয়।
জানা গেছে, এ উপজেলার স্থানীয় ডিলারের মাধ্যমে ত্রিমোহিনী ইউনিয়নের ৭৩৫ পরিবার, পাঁজিয়ায় ১ হাজার ২৭৮, গৌরীঘোনায় ১ হাজার ৬৭ ও হাসানপুরে ৭৬২ পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির তেল, চিনি, মসুর ডাল ও ছোলা দেওয়া হয়েছে। টিসিবির পণ্য বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে ট্যাগ অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পরিষদের সচিব ও মেম্বার উপস্থিত ছিলেন।
শেয়ার