Top
সর্বশেষ

কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা খেলবে একই গ্রুপে

০৮ এপ্রিল, ২০২২ ১২:৫৫ অপরাহ্ণ
কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা খেলবে একই গ্রুপে
স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। তার ঠিক এক বছর পর আরও এক কোপা আমেরিকার দরজায় কড়া নাড়ছে । সেই কোপা আমেরিকার প্রতিযোগিতায় ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে এবার খেলতে হবে আর্জেন্টিনাকে।

এই কোপা আমেরিকা অবশ্য নারীদের। নারীদের কোপা আমেরিকার আসর বসছে এই বছরের মাঝামাঝিতেই। আগামী ৮ থেকে ৩০ জুলাই কলম্বিয়ার কালি, বুকারামাঙ্গা ও আরমেনিয়ায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ম্যাচগুলো।

গতকাল ৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ড্র। যেখানে ১০ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়। আর একই গ্রুপে পড়ে যায় ব্রাজিল আর আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনা আসছে কোপা আমেরিকায় থাকবে বি গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী হিসেবে আছে পেরু ভেনেজুয়েলা, উরুগুয়ে।

কোপা আমেরিকার ইতিহাসে ব্রাজিল শিরোপা জিতেছে ৭ বার, আর আর্জেন্টিনা জিতেছে একবার। এবারের আসরে সবচেয়ে সফল দুই দলের দেখা হবে শুরুতেই।

প্যারাগুয়ের আসুনচিওন শহরে এই ড্র অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রতিযোগিতাটির মাসকট উন্মোচন করা হয়। এবারের নারী কোপা আমেরিকার মাসকটের নামটা হচ্ছে আলমা।

 

 

শেয়ার