Top
সর্বশেষ

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন এর ইন্তেকাল

০৮ এপ্রিল, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
মাগুরায় বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন এর ইন্তেকাল

মাগুরার বীর মুক্তিযোদ্ধা, এ্যাডভোকেট ও সাবেক পাবলিক প্রসিকিউটর মো: ময়েন উদ্দিন গতকাল দুপুরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে…রাজেউন)।

তিনি গতকাল দুপুরে জেলা আইনজীবী ভবনে কর্তব্যরত অবস্থায় হৃদযন্ত্রের ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকালে মাগুরা সদর উপজেলার জগদল রুপাটি গ্রামের নিজ বাড়ীতে রাষ্ট্রিয় মর্জাদায় গার্ড অব অনার দিয়ে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার জানাজায় সকল আইনজীবীসহ মাগুরার সর্বস্তরের লোক অংশগ্রহণ করে। তার মূত্যুতে সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর গভীর শোক প্রকাশ করেন।

শেয়ার