চট্টগ্রামের ঈদ বাজারকে টার্গেট করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে ক্রয় করা প্রায় ২৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের শাড়ি, থ্রিপিস ও লেহেঙ্গা জব্দ করেছে মীরসরাই থানা পুলিশ।
শুক্রবার (৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানা মসজিদের সামনে থেকে একটি হাইচ গাড়িতে তল্লাসী চালিয়ে ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রীপিস উদ্ধার করা হয়। এসময় হাইচের চালক জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মৃত শরফুদ্দিনের ছেলে মোহাম্মদ সোহাগকে (৩২) আটক করা হয়েছে। শাড়ি পাচারের ব্যবহত হাইচ গাড়িটিও জব্দ করা হয়ছে।
গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে এসআই রাজিব চন্দ্র পোদ্দার, আনিছুর রহমান, কৃঞ্চ লাল ঘোষসহ সঙ্গীয় পুলিশ নিয়ে (৮ এপ্রিল) শুক্রবার ভোর পৌনে ছয়টায় থানার ২’শত গজ দক্ষিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামুখী একটি হাইচ (চট্টমেট্রো চ ১১-৭৭৪০) গতিরোধ করে তল্লাসী চালিয়ে ৮টি চটের বস্তা উদ্ধার করা হয়। পরে থানায় নিয়ে বস্তা খুলে ৬০৬ পিস ভারতীয় শাড়ি ও ৭৯ পিস থ্রীপিস, লেহেঙ্গা পাওয়া যায়।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলপন, ভারতীয় কাপড় পাচারের অভিযোগে হাইচের চালক সোহাগকে আটক করা হয়। আটককৃত শাড়ি, থ্রীপিসের বাজার মূল্য আনুমনিক প্রায় ২৬ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় মীরসরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।